ফাইভার কি এবং কিভাবে কাজ করে?
ফাইভার হচ্ছে, ইজরায়েল নির্ভর একটি ফ্রিল্যান্সিং মার্কেট যারা অনলাইন মার্কেট এর ট্রেডিশন এর বাইরে গিয়ে নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করে ২০০৫ সালে এবং সফলও হয়। এই মুহুর্তে ফাইভার অন্যতম যায়ান্ট মার্কেট। আমাদের দেশের কয়েক হাজার মানুষ এই মার্কেট এ সফলাতার সাথে কাজ করেন। প্রতিদিন নতুন করে অনেক মানুষ এখানে জয়েন করছেন কাজের জন্য। তাদের মধ্য অনেকেই কাজ পেয়ে যাচ্ছেন সফলতার সাথেই।
এই মার্কেটে, মুলত সার্ভিস প্রভাইডার বা ফ্রিল্যান্সারদের সেলার বলা হয়। ফাইভার, আমাদের লোকাল বাজারে মতই। যেমন বাজারে অনেক দোকান থাকে এবং সবাই তাদের পন্য সাজিয়ে রাখেন। আমরা সেখানে যাই, ক্যাটাগরি, পছন্দ আর দামের উপর নির্ভর করে কিনে নেই। যদিও এর বাইরে অনেক মাইনর নিয়ামক কাজ করে। তেমনি, এখানে সেলার রা তাদের সার্ভিস গুলো সাজিয়ে গুছিয়ে গিগ হিসাবে অফার করে রাখেন। আর বায়ার রা তাদের প্রয়োজন অনুযায়ী সেলারদের খুজে বের করেন। তার পর কথা বলে, ভালো লাগলে প্রাইস ফিক্স করে কাজ করিয়ে নেন।
