ফাইভারে কেন গিগ এ ভিডিও গুরুত্বপূর্ণ?
এতে কোন সন্দেহ নেইযেআপনি যদি আপানার গিগে ভিডিও যোগ করেন, তাহলে আপনার সেল নিঃসন্দেহে অনেক বাড়বে।গত ২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী, Fiverr ব্লগ থেকেজানা যায় যে, যেসকল গিগে ভিডিওছিল তাদের সেল অনেক বেড়েছে।শুধু তাই নয় যে সকল সেলারের ভিডিওতে নিজেরাই নিজেদের কাজ উপস্থাপন করেছেনতাদের সেল বেড়েছে ৯৬% আর যাদের ভিডিও ইফেক্ট, এনিমেশন, লেখা, ষ্টীল ছবি, ইত্যাদির মাধ্যমে প্রকাশ করেছেন তাদের সেল বেড়েছে ৮৪%। মিউজিক এবং অডিওক্যাটাগরিতে যাদের ভিডিও ছিল তাদের সেল বেড়েছে অবিশ্বাস্যভাবে ৪১৮%।কাজেই বুঝতে পারছেন ভিডিওর গুরুত্ব।
